গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আড়াই কি.মি রাস্তা অবশেষে পাকা হচ্ছে। এর ফলে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জনমনে স্বস্তি এসেছে।
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগাবাজার থেকে এমপির বাজার পর্যন্ত আড়াই কিলোমিটারের বেশি রাস্তাটি চলাচলের জন্য কঠিন ছিল। বিশেষ করে বৃষ্টি হলে এই পথে যানবাহন তো দূরের কথা পথচারী চলাচল দুরুহ হয়ে পড়তো। গত দুবছর আগে তৎকালীন জেলা প্রশাসক অলিউর রহমান স্থানীয় একটি অনুষ্ঠানে এলে এলাকাবাসীর পক্ষ থেকে সাংবাদিক ময়নুল ইসলাম রাস্তাটি দিয়ে জনগণের চলাচলের চরম দুর্ভোগের কথা তাঁকে জানান। তিনি খোঁজ নিয়ে ওই রাস্তাটি পাকা করে দেওয়ার জন্য এলজিইডির তৎকালীন নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করেন। এলাকাবাসীর জন্য তৎকালীন জেলা প্রশাসকের আন্তরিকতায় এ বছর রাস্তাটি পাকা করার কাজ শুরু হয়েছে। এলজিইডির প্রভাতী প্রকল্প রাস্তাটি পাকা করছে। এর জন্য ২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয় শিক্ষার্থী ছোলামনি, শারমিন, সাজেদুল, মারুফা, ফাতেমা বলেন, রাস্তাটি পাকা হওয়ার কারণে আমরা এখন বৃষ্টি হলেও বিদ্যালয়ে যেতে পারবো।
কাজের ঠিকাদার আব্দুল মালেক বলেন, সিডিউল মেনে ২ হাজার ৬শ ৫০মিটার রাস্তার কাজ হচ্ছে। রাস্তাটি পাকা হলে এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে সুফল পাবেন।
উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া বলেন, রাস্তাটি পাকা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে।