দেশ বিনোদন ডেস্ক
জনপ্রিয় মার্কিন র্যাপার নিকি মিনাজ। বছরজুড়েই কনসার্টে ব্যস্ত থাকেন তিনি। তবে এবারে কনসার্ট যাওয়ার সময় বিপদে পরেন নিকি। ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাওয়ার পথে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল বিমানবন্দরে আটক হন মার্কিন র্যাপার নিকি মিনাজ। এরপর থেকেই সংবাদের শিরোনামে পরিণত হন তিনি। নিকির ভক্তরা এ ঘটনার নিন্দা জানান। সিএনএনের প্রতিবেদন বলছে, মাদক রাখার অভিযোগে তাকে আটক করে নেদারল্যান্ডস মিলিটারি পুলিশ। জিজ্ঞাসাবাদের পরে জরিমানা প্রদান করায় নিকিকে ছেড়ে দেয়া হয়েছে।
নিকি নিজেই এক ইনস্টাগ্রামে লাইভ ভিডিওর মাধ্যমে ঘটনাটি বর্ণনা করেছেন। ভিডিওতে পুলিশকে নিকির জিনিসপত্র তল্লাশি করতে দেখা যায়। তাকে পুলিশের জেরাতেও পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হয়ে আসার সময় তার লাগেজ পুনরায় তল্লাশি করতে চান পুলিশ এবং সেই পুলিশ অফিসার তাকে থানায় যেতে বলেন।
নিকিকে ভিডিওতে বলতে শোনা যায়, তারা প্রি-রোলড মারিজুয়ানা পেয়েছে।’ পুলিশ তাকে জানায়, ‘ড্রাগস বহন’ করার জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে। নিকিকে যখন পুলিশ ভ্যানে উঠতে বলা হয়, নিকি তখন বলেন, আমি কেন পুলিশ ভ্যানে উঠব?’ পুলিশ তখন তাকে মাদক বহনের কারণে থানায় যেতে বলে। তখন নিকিকে বলতে শোনা যায়, আমি কোনো ড্রাগ বহন করছি না। তবে পুলিশ তার কথা শোনেনি। ভিডিওতে বেশ কয়েকবার নিকিকে বলতে শোনা যায়, আইনজীবী না আসা পর্যন্ত তিনি কোথাও যাবেন না। নিকিকে ভিডিও ধারণ করতেও নিষেধ করেন পুলিশ কর্মকর্তা।
মিনাজ আটক থাকায় কো-অপ লাইভে তার কনসার্টটি রাত সাড়ে ৯টায় বাতিল ঘোষণা করা হয়। প্রায় ২০ হাজার লোক আড়াই ঘণ্টা ধরে ভেন্যুতে অপেক্ষার পর এ বাতিলের ঘোষণা আসে। পূর্বঘোষণা ছাড়া কনসার্ট বাতিল করায় বিরক্তি ও ক্ষোভ জানান তারা। কনসার্ট ভেন্যু কো-অপ লাইভ এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, কনসার্টের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
এ ঘটনায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ৪১ বছর বয়সী পপ তারকা নিকি মিনাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, পাঁচ থেকে ছয় ঘণ্টা তাকে আটকে রাখা হয়েছিল। অবশেষে মধ্যরাতে তিনি ম্যানচেস্টারে তার হোটেলে পৌঁছান। নিকি মিনাজ বর্তমানে তার সবশেষ অ্যালবামের সমর্থনে ‘পিঙ্ক ফ্রাইডে ২’ ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন।