বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে তিনি আবু সাঈদের গ্রামের বাড়িতে আসেন। কবর জিয়ারত শেষে তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সাথে কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এসময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল আমিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রী দাওয়া ও প্রকাশনা সম্পাদক মেজবাউল হক, রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুলহুদা, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, পীরগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি ফেরদৌস হোসেন প্রমুখ।

Share This