শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির মাজেদুর রহমান সরকার, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ। শেষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।