দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। শিক্ষার্থীদের সুশিক্ষা এবং নৈতিক শিক্ষা প্রদান করার মাধ্যমে সুন্দর দেশ গড়তে হবে। ওয়ার্ল্ড ভিশন তোমাদের জন্য অসাধারণ ওয়াশরুম স্থাপন করেছে। এর রক্ষণাবেক্ষন ও ব্যবহার সমন্ধে তোমাদের সচেতন হতে হবে।
“এসো আমরা সবাই মিলে প্রতিরোধ করি বাল্যবিবাহ” এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার গুঞ্জাবাড়ী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেসিক ফর গালর্স প্রকল্প ও শিশুশ্রম নিরসন প্রকল্প এবং দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে স্কুল ওয়াশ ব্লক, মেয়েদের কমন রুম এবং লার্নিং সেন্টারের হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুম, সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ফারজানা রাব্বী ও জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমি সুপার ভাইজার নির্মল কুমার রায়, ওসি কোতয়ালী মো. মতিউর রহমান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি সাদাকাত আলী খান ও বেসিক ফর গার্লস প্রকল্পের প্রকল্প অফিসার লাকি হালদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিশু নিরসন প্রকল্পের প্রকল্প অফিসার রিচার্ড তাপস দাস। সভার শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলমা জুবিলী স্কুলে স্থাপিত ১৭ লক্ষ টাকার উর্ধ্বে নির্মিত ছাত্রীদর ওয়াশ ব্লক ও কমন রুম উদ্বোধন শেষে স্কুল কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বেসিক ফর গালর্স প্রকল্পের মাধ্যমে ৯টি স্কুলে এবং মেয়েদের মাসিক পিরিয়ডে স্বাস্থ্য পরিচর্যা ও রক্ষনাবেক্ষনের কার্যক্রম বাস্তবায়ন করছে। সেই সাথে শিশুশ্রম নিরসন প্রকল্পের মাধ্যমে ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী করতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের লার্নিং সেন্টার ও দুটি কমিউনিটি সেন্টার স্থাপন করে প্রকল্প বাস্তবায়ন করছে।