সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে – শিক্ষাবোর্ড চেয়ারম্যান

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্র্থীদের মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। সংস্কৃতিমনা মানুষ কখনোই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকতে পারেনা। প্রতিভা বিকাশে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সঙ্গে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে তাদেরকে উজ্জীবিত করে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।
আজ মঙ্গলবার দিনাজপুর সেন্টফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ২৫-২৭ ফেব্রুয়ারী ৩ দিন ব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম এ কথা বলেন।
দিনাজপুর সেন্টফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. সামছুন নেহার ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-এর একান্ত সচিব মো. নাসিমউজ জামান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহবায়ক সিনিয়র শিক্ষক সুশিলা টুডু।
সহকারী শিক্ষক হেনরী বুলবুল সিকদার ও প্রণতি হাঁসদা’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ বার্নাড কস্তা সিএসসি, সহকারী প্রধান শিক্ষক সিঃ সন্ধ্যা পিউরিফিকেশন, প্রাথমিক শাখার ইনচার্জ সিঃ স্মৃতি বাস্কে প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম ও সেন্টফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি প্রদীপ জ্বালিয়ে ৩ দিন ব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরপর প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষ্যে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Share This