শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের চোখের জলে বিদায় নিলেন আকরাম আলী

গাইবান্ধা প্রতিনিধি
হাজারো শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ ভালোবাসা, শ্রদ্ধা আর চোখের জলে বিদায় নিলেন গাইবান্ধা সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আকরাম আলী। তাঁকে গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়।
বুধবার বাদ আসর সরকারি কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে তাঁর শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক, সরকারি, বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে তাঁকে গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়।
শিক্ষাবিদ আকরাম আলী বার্ধক্যজনিত নানা জটিলতায় মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ আত্মীয় স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী-ছাত্র ছাত্রী রেখে গেছেন।