শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ ইনডোর স্পোর্টস গ্রাউন্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিরামপুর এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উদ্ভাবনী ধারনা উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি বিভাগ বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপনা প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক নুজহাত তাসনীম আওন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা আইসিটি প্রোগ্রামার পাপিয়া নাসরিন,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ।
উক্ত প্রোগ্রামে বিরামপুর উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। প্রথম স্থান অর্জন করেন, বিরামপুর সরকারি কলেজ, দ্বিতীয়তম স্থান অর্জন করেন রামকৃষ্ণপুর বিএল উচ্চ বিদ্যালয়, তৃতীয়তম স্থান অর্জন করেন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়।