শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
আজ শনিবার উশহরস্থ তফিউদ্দীন মেমোরিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. সামছুন নেহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন তফিউদ্দীন মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ও ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক মো. আব্দুল মোতালেব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট রেফারী মো. ওবায়েদুর রহমান। খেলা পরিচালনা করেন মো. ওবায়েদুর রহমান, মোশারফ হোসেন, মাজেদুর রহমান, রিনা রানী ও আনোয়ারুল ইসলাম। উদ্বোধন খেলায় অংশ নেয় বিরল উপজেলা বনাম পাবর্তীপুর উপজেলা। এছাড়া পর্যায়ক্রমে সারা দিনব্যাপী চিরিরবন্দর উপজেলা বনাম হাকিমপুর, বীরগঞ্জ বনাম কাহারোল, বোচাগঞ্জ বনাম নবাবগঞ্জ, খানসামা বনাম ফুলবাড়ী, বিরামপুর বনাম ঘোড়াঘাট উপজেলার খেলায়াররা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়। জেলা পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. সামছুন নেহার বলেন, দেশকে ভালোবাসতে হবে তাহলে দেশের ভালো নাগরিক হতে পারবে তোমরা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় নিজেদেরকে সম্পৃক্ত করতে পারলে শরীর ও মন ভালো থাকবে এবং মেধার বিকাশ ঘটবে। এছাড়া অসামাজিক বা খারাপ কোনো কাজে তোমরা জড়াবে না।