শ্রমিক থেকে লাখপতি: সামিউলের ফ্রিল্যান্সিং সাফল্য

বোচাগঞ্জ প্রতিনিধি
বেকারত্বের ঘানি টেনে জীবনের পরিবর্তন আনতে অনেকেই ঝুঁকছেন তথ্য প্রযুক্তিনির্ভর ক্যারিয়ারের দিকে। কারও কারও প্রচেষ্টা হয়ে উঠছে সফলতার অনন্য উদাহরণ। এমনই এক অনুপ্রেরণাদায়ক গল্প তৈরি করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সামিউল ইসলাম।
এক সময়ের ব্রয়লার মুরগি ফার্মের শ্রমিক সামিউল আজ একজন সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা। ২০১৭ সালে মাত্র ৬ হাজার টাকা বেতনে দিন পার করা সামিউল এখন মাসে আয় করেন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান ‘রেজকোড বিডি’, যেখানে প্রশিক্ষণ পাচ্ছেন নতুন প্রজন্মের তরুণরা।
সামিউলের ভাষায়, “ব্রয়লার ফার্মে কাজ করার সময় ইউটিউবে ফ্রিল্যান্সিং ও আইটি-সংক্রান্ত ভিডিও দেখে শেখার চেষ্টা করতাম। তখন থেকেই মনে বাসনা জন্মায় অনলাইনে কাজ করার।”
পরবর্তীতে ২০১৮ সালে ঢাকায় একটি টেক্সটাইল মিলে চাকরি নেন তিনি। সেই চাকরির আয় থেকে ভর্তি হন ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে। কম্পিউটার কেনার সামর্থ্য না থাকায় বাবার সহায়তায় এনজিও থেকে লোন নিয়ে কেনেন একটি কম্পিউটার। সেই থেকেই শুরু তার ফ্রিল্যান্সিং যাত্রা।
প্রথম আয় সম্পর্কে সামিউল বলেন, “২০১৮ সালে ফাইভার প্ল্যাটফর্মে ৫ ডলারের একটি কাজ পাই। সফলভাবে কাজ শেষ করার পর ক্লায়েন্ট থেকে ফাইভ স্টার রিভিউ পাই। সেখান থেকেই আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।”
বর্তমানে সামিউল শুধু নিজেই আয় করছেন না, বরং অন্যদেরকেও তৈরি করছেন স্বাবলম্বী হওয়ার জন্য। নিজের প্রতিষ্ঠান রেজকোড বিডির মাধ্যমে নতুনদের প্রশিক্ষণ দিচ্ছেন, দিচ্ছেন ২৪ ঘণ্টার সাপোর্ট। তার প্রশিক্ষণে ইতোমধ্যে ৪ জন শিক্ষার্থী মাসে ১ লাখ টাকার বেশি আয় করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সামিউল বলেন, “আমি চাই দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় তরুণদের আইটি খাতে দক্ষ করে গড়ে তুলতে। আমার প্রতিষ্ঠান রেজকোড বিডিতে কমপক্ষে ১০০ জনের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।”