ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকতে হবে- সাবেক এমপি আখতারুজ্জামান

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, দেশে জাতীয় নির্বাচনের পথ রুদ্ধ করতে কয়েকটি বিশেষ গোষ্ঠী নানামূখী কার্যক্রমসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে অশুভ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সে চেষ্টা সফল হবেনা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের সকল দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ ওঁৎ পেতে থেকে ষড়যন্ত্র করছে। তাদের এই বাংলায় রাজনীতি করতে দেয়া হবেনা। হাজার হাজার ছাত্র জনতার রক্তের সাথে বেইমানী করা যাবেনা। দেশের জনগণ নির্বাচন চায়, তারা ভোট দিতে মূখিয়ে আছে। নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলেই সকল ষড়যন্ত্র, সকল সমস্যার সমাধান দ্রুত নিরসন হবে। আজ বুধবার বিকেল ৩ টায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চিরিরবন্দর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মো. মজিবর রহমান শাহের সভাপতিত্বে উক্ত সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর এ আলম সিদ্দিকী নয়নের সঞ্চালোচনায় ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিনের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা এিনপির সহ সভাপতি আলহাজ¦ মাহবুব আহমেদ বলেন, দেশের বিরুদ্ধে করা ষড়যন্ত্র মোকাবেলা করেেত সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলহাজ¦ মো. মোস্তফা কামাল মিলন বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদেরা নতুন করে জেগে ওঠার চেষ্টা করছে। তাদের সে চেষ্টা সফল করতে দেয়া হবেনা।
এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. আকতারুজ্জামান জুয়েল, জেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদ আলী চৌধুরী লিমন, রাজশাহী প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক নুর ইসলাম তুষার, চিরিরবন্দর উপজেলা ওলামা দলের আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুস সালাম নূরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।