রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে ফুলবাড়ীতে স্বাস্থ্য ক্যাডারদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানবন্ধন করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স চত্বরে ব্যানার হাতে দাঁড়িয়ে বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন এর ব্যানারে এ মানববন্ধন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাকিম আহমেদ মাহিন, মেডিকেল অফিসার ডা. সাবরিয়া ইয়াসমিন, ডেন্টাল সার্জন ডা. সাজেদুল ইসলাম প্রমুখ।
এসময় তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি, সংস্কারের নামে অপসংস্কার করা হচ্ছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও সরকারের উপসচিব পদে কোটা “মানি না, মানব না”।

Share This