দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ সড়কে সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী শেষে দিনজাপুর জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নেতৃবৃন্দ।
সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাইকৃত ১৭৭২টি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওকরণের নির্দেশনা প্রদান প্রসঙ্গে স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচালিত হয়ে আসছে। সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বিদ্যালয়সমূহ। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই বিদ্যালয় সমূহ। প্রতিবন্ধী বিদ্যালয় সমূহকে সরকারের বিশেষ কাঠামোতে নিয়ে আসার জন্য ২০০৯ ও ২০১৯ সালে বিশেষ শিক্ষা নীতিমালা প্রণয়ন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ করে। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক যাচাই-বাছাই অন্তে ১৭৭২টি আবেদন গ্রহণ করে। পরবর্তীতে বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ এর আলোকে জাতীয় স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে বিদ্যালয়গুলোকে ক, খ ও গ এই তিন শ্রেণিতে বিভক্ত করে “ক” ভুক্ত বিদ্যালয়গুলোকে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন কার্যক্রম শুরু করে যা অত্যন্ত ধীর গতির এবং অনেক সময় ক্ষেপন করা হয়েছে। ফলে সারাদেশে ৬৩ হাজার শিক্ষক ও কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা চরমভাবে বৈষম্যের স্বীকার হয়েছি স্বৈরাচার সরকারের মন্ত্রীদের ব্যাপক দুর্নীতির কারণে। আমরা বিশ্বাস করি আপনার হাত ধরেই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও এমপিওভুক্ত হবে। আমাদের দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা না খেয়ে থাকবে এবং প্রতিবন্ধী শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে এটা আমরা প্রত্যাশা করি না। আমরা বিশ্বাস করি আপনার হাত ধরেই এই বিদ্যালয়গুলো সফলতার পূর্ণতা অর্জন করবে। স্মারকলিপিতে আরও বলা হয়, চূড়ান্ত যাচাই-বাছাইকৃত ১৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও এর নির্দেশনা প্রদান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আতাউর রহমান সবুজ এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা মো. ইয়াকুব আলী এর সঞ্চালনায় সম্মানীত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইলিয়াস রাজ, সাধারন সম্পাদক রিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, মুখ্য সমন্বয়ক গাওসুল আযম শিমু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারন সম্পাদক মো. এনামুল হক, মো. শরিফুল ইসলাম স্বাধীন, শ্যামল কুমার প্রমুখ।