সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি

গতকাল শনিবার দিনাজপুর সদর সরকারি কলেজ এলাকায় মহাসড়কে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য এবং জামায়াত কর্তৃক ঘোষিত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি প্রার্থী, শীতলাই আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. খোদা বখস গুরুতর আহত হন।
আহত মাওলানা মো. খোদা বাক্স আজ রবিবার দুপুর ৩ টা ৪৫ মিনিটে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াত নেতা ও জেলা কর্ম পরিষদ সদস্য এস.এম হাদীউজ্জামান হাদী।
উল্লেখ্য যে, গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে দিনাজপুর জেলা সদরের সরকারি কলেজের সামনে মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি এবং সেখানে অস্ত্রপচার করে ৭২ ঘন্টা নিবির পর্যবেক্ষণে রাখা হয় মর্মে উপজেলা জামায়াতের আমির ক্বারী মো. আজিজুর রহমান ও নায়েবে আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাওসার জানিয়েছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, তাকে আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার প্রস্তুতিও চলছিল।
তরুণ উদিয়মান এই জনপ্রিয় নেতার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বীরগঞ্জ-কাহারোল তথা দিনাজপুর-১ আসনের সকল দল, বিভিন্ন প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ গভীরভাবে শোকাহত।

Share This