শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে প্লাটফর্ম

নিজস্ব প্রতিবেদক
হেক্স/ইপার এর হেড অব প্রোগ্রাম মি. মার্ক জোস বলেছেন, দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্লাটফরম এর সভায় উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। প্লাটফরমের সাংগঠনিক কার্যক্রম আমি প্রত্যক্ষ করে জানতে পারলাম, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই প্লাটফরমটি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দলিত ও আদিবাসী মানুষের সুরক্ষায় এই প্লাটফর্ম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি এই প্লাটফর্মের সকল সদস্যদের কর্মক্ষেত্রে সার্বিক সফলতা কামনা করি।
আজ রোববার সকালে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম ও বেসরকারি সংস্থা ইএসডিও’র আয়োজনে এবং হেক্স/ইপার এর সহযোগিতায় দিনাজপুর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম’ এর সভায় তিনি এ কথা বলেন।
জেলা অ্যাডভোকেসি প্লাটফরমের সভাপতি চিত্ত ঘোষ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেক্স/ইপার এর কান্ট্রি ডিরেক্টর ডোরা বলেন, হেক্স ইপারের একটি শক্তিশালি অ্যাডভোকেসি উইং হিসেবে দিনাজপুর জেলা প্লাটফর্ম কাজ করছে। এই প্লাটফর্মের স্বেচ্ছাসেবকমূলক কাজগুলো আমাদের সবসময় কার্যক্রমের অনুপ্রেরণা যোগায়। সাংগঠনিকভাবে এই প্লাটফরমের সফলতা কামনা করছি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এর উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সাবেক মেয়র মো. সফিকুল হক ছুটু, হেক্স/ইপার এর পার্টনারশীপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ভুপেশ রায়, টেকনিক্যাল অফিসার (রাইটস অ্যান্ড এনটাইটেলমেন্ট) পাপন কুমার সরকার, ইএসডিও’র কো-অর্ডিনেটর সিরাজুল সালেকিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্লাটফর্মের সাধারণ সম্পাদক আলবিনুস টুডু।
সভায় এজেন্ডা অনুযায়ী গত সভার রেজুলেশন অনুমোদন, সংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং অ্যাডভোকেসি প্লাটফর্ম-এর বাৎসরিক কনভেনশন আয়োজনের বিষয়ে আলোচনা হয়। কনভেনশনে রংপুর বিভাগের ৬ জেলা (রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম) থেকে ২২ টি প্লাটফর্ম কমিটির প্রতিনিধি অংশগ্রহণ করবেন এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া দিনাজপুর জেলার ১৩ উপজেলার মধ্যে বর্তমানে ৪ উপজেলায় প্লাটফর্ম রয়েছে, বাকী উপজেলাগুলোতে প্লাটফর্ম গঠনসহ আসন্ন শীতকে সামনে রেখে আদিবাসী ও দলিত সমপ্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা প্লাটফর্মের ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরিচিতি পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর প্লাটফর্মের সদস্য স্যামুয়েল টুডু’র মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভার এজেন্ডা অনুযায়ী মুক্ত আলোচনায় মতামত প্রদান করেন দিনাজপুর সদর উপজেলা প্লাটফর্মের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, কমল কিস্কু, বোচাগঞ্জ উপজেলা প্লাটফর্মের মিনা ঋষি, বীরগঞ্জ উপজেলার এডওয়ার্ড হেমব্রম, পিউস মুর্মু, ফুলবাড়ী উপজেলার চন্দ্রনাথ গুপ্ত, কাহারোল উপজেলার রবিন মার্ডি, জেলা প্লাটফর্মের সদস্য রংলাল বাঁসফোর, সদর উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি লুকাস সরেন, পার্বতীপুর উপজেলার বদরুদ্দোজা বুলু, অজয় বাঁসফোর, দিনাজপুর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক নুর এ আলম সিদ্দিকী।
বক্তাগণ তাদের বক্তব্যে ভূমিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের জন্য জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সহযোগিতা চান। সেই সাথে পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠী’র অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Share This