নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের উপর নির্যাতন, হয়রানিমূলক মামলা বন্ধ করা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু শহীদ।
এতে বক্তব্য রাখেন, সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশিদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ‘বিগত সময়ের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন, মামলা-হামলা ও নিপীড়নসহ অনেক গুলো ঘটনা ঘটেছে। সর্বশেষ দিনের বেলা জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার মধ্য দিয়ে দুর্বৃত্তরা প্রমাণ করেছে, এ দেশে কেউই নিরাপদ নয়।
ফ্যাসিস্ট হাসিনার গত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে হত্যার শিকার হয়েছেন অন্তত ৩০ সাংবাদিক, শতশত সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নির্যাতন চালানো হয়েছিল। জুলাই গণ-অভ্যুত্থানে ৬ সাংবাদিক পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সাংবাদিক হত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এমনকি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পর্যন্ত দিতে পারেনি। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত ১১৯ বার পেছানো হয়েছে।
বক্তারা আরও বলেন, সারা দেশে সাগর রুনিসহ অনেক সাংবাদিক খুন হয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচার হয়নি। জুলাই গণ-অভ্যুত্থানের পর গণমাধ্যমকে এখনো প্রকাশ্যে হুমকি দিচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখনো হত্যা, নির্যাতন বন্ধ হয়নি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দায় সরকার এড়াতে পারে না। তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের বিশেষ ট্রাইবুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাসহ সাংবাদিক হত্যা, খুন, গুম, হামলা-মামলা, নির্যাতন, নিপীড়ন ও হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মানববন্ধনে ফুলবাড়ী প্রেসক্লাব, থানা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সিটি প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত ফুলবাড়ী উপজেলার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।