দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি
মরহুম রুহুল আমিন গাজীর রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের সচেতন সাংবাদিকবৃন্দের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন দৈনিক নয়াদিগন্তের দিনাজপুর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাদাকাত আলী খান।
আজ শুক্রবার বাদ আসর নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুরের সচেতন সাংবাদিকবৃন্দের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান, দিনাজপুর জেলা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল হুদা দুলাল, প্রবীণ সাংবাদিক মো. আব্দুর রহমান, দিনাজপুর শহর জামায়াতের আমীর মো. রেজাউল ইসলাম, দৈনিক দিনবদলের সংবাদের সম্পাদক মো. রেজাউল করিম, এনটিভি’র স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, দৈনিক মানবজমিন দিনাজপুর প্রতিনিধি মো. কামারুজ্জামান, দৈনিক মানববার্তার স্টাফ ফটোসাংবাদিক মো. নুর ইসলাম, দৈনিক আজকের প্রতিভার সাবেক বার্তা সম্পাদক আকরাম হোসেন বাবলু, দৈনিক বর্তমানের দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান, দৈনিক খোলা কাগজ দিনাজপুর প্রতিনিধি মো. স্বপন মৃধা, দৈনিক বাংলাদেশের আলো’র দিনাজপুর প্রতিনিধি মো. মনসুর রহমান, ফটোসাংবাদিক মো. ইউসুফ আলী, সাপ্তাহিক কর্মসন্ধান’র সহ-সম্পাদক রবিউল ইসলাম, গণমাধ্যমকর্মী আরাফাত আলী আপেল প্রমূখ।