বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক প্রদীপ অধিকারীর পরোলোক গমন

জয়পুরহাট প্রতিনিধি
ঐতিহ্যবাহী পাঁচবিবি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ডেল্টা টাইমসের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক প্রদীপ অধিকারী (৬২) পরলোকগমন করেছেন।
আজ রোববার দুপুরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল ও কঠিন রোগে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরা, সাংবাদিক সুমন চৌধুরী, সাখাওয়াত হোসেন, আকতার হোসেন বকুল,আব্দুল কাইয়ুম, দবিরুল ইসলাম, বাবুল হোসেন, আল কারিয়া চৌধুরী, রেজুয়ান হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

Share This