সাড়ে পাঁচ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

হিলি প্রতিনিধি
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে হিলি স্থলবন্দরের খুচরা বাজারে কেজি প্রতি দাম কমেছে ১০ টাকা।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। প্রথম চালানটি আমদানি করেছে মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের একটি প্রতিষ্ঠান। ট্রাকটিতে প্রায় ৩০ টন পেঁয়াজ ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস। তিনি বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমদানি শুরু হলো। আমদানি বৃদ্ধি পেলে বাজারে দাম আরও কমে আসবে বলে আমি মনে করি।
তিনি আরও জানান, প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ সহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরে ৫ টি ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। অনুমতি পাওয়া প্রতিষ্ঠান গুলো হচ্ছে সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স, জগদীশ চন্দ্র রায়।
হিলি বন্দরের আমদানিকারক মোঃ নুর ইসলাম বলেন, সরকার ভারত থেকে মাত্র ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে যা খুবই কম। একটি ভারতীয় ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়। আগে ২ থেকে ৫ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো।
হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। আমাদের এই বনৃদর দিয়ে ৫ টি প্রতিষ্ঠান ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। যা আগের তুলনায় অনেক কম। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে বলে আমি মনে করি।
এদিকে পেঁয়াজ আমদানির খবর পেয়ে হিলি বন্দরের খুচরা বাজারে কেজি প্রতি দাম কমেছে ১০টাকা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরাফাত হোসেন বলেন, গত কয়েকদিন থেকে বাজারে পেঁয়াজের দাম বেশি। আজ ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর শুনে দাম অনেকটা কমেছে। দুই দিন আগে দেশী পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৭৫ টাকা। আজ প্রতি কেজি দেশী পেঁয়াজ কিনলাম ৬০-৬৫ টাকা। পেঁয়াজের দাম আরও কমলে আমাদের জন্য বেশি ভালো।
হিলি বাজারে খুচরা পেঁয়াজ বিক্রেতা মঈনুল ইসলাম বলেন, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বেশ কয়েক দিন থেকে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আজ ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর শুনে হঠাৎ করে পেঁয়াজ দাম কেজি প্রতি কমেছে ১০-১৫ টাকা। আমি আড়ৎ থেকে পাইকারি ৫৫-৬০ টাকা কিনে বাজারে খুচরা বিক্রি করতেছি ৬০/৬৫ টাকা কেজি। তবে পুরোদমে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজারে পেঁয়াজের দাম আরও কমে যাবে বলে আমি করছি।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ সর্বশেষ হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, হিলি বন্দরের পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।