গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে তড়কা (এনথ্রাক্স) রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, নলডাংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানুল হুদা রাশেদ , সিনহা মাংস ঘরের সবুজ, সফিজল, সাদেক প্রমুখ। এসময় মাংস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় মাংস প্রক্রিয়াজাতকারী, কসাই ও মাংস ব্যবসায়ীদের তড়কা রোগের কারণ, সংক্রমণ প্রক্রিয়া, প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়। বক্তারা বলেন, এনথ্রাক্স একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি যা পশু থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। তাই পশু জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা, জবাইয়ের সময় ও মাংস প্রক্রিয়াজাতের কাজে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা অত্যন্ত জরুরি।
বক্তারা সবাইকে তড়কা রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান এবং স্বাস্থ্যবিধি মেনে মাংস প্রক্রিয়াজাত করার পরামর্শ দেন।