সাদুল্লাপুরে এসইডিপি’র পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়িত পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায়২০২২-২৩ সালের ২৭ জন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহবুবুল ইসলাম, গাইবান্ধা জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আকমল হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, গাইবান্ধা এর যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ কারিগরি ও মাদ্রাসা সমূহের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক, গণমাধ্যম কর্মী সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,“এই পারফরম্যান্স বেজড গ্র্যান্টস প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ। শিক্ষার মান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট নয়, মানুষ গড়ার অন্যতম মাধ্যম। এই প্রকল্প শিক্ষকদের আরও দায়িত্বশীল করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন আনবে বলে আশা করি।”বিশেষ অতিথি এইচ এম মাহবুবুল ইসলাম বলেন“শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রমের ফলেই আজকের এই স্বীকৃতি। আমাদের লক্ষ্য হবে এই অর্জন ধরে রেখে আরও এগিয়ে যাওয়া।