বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপুর্ব ভট্টাচার্য , উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম , উপজেলা আইসিটি অফিসার শফিকুল ইসলাম সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি শহিদুল হক, সফল মৎস্য খামারি আবু সাইদ মো নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন।
আলোচনা সভার শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তিনজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।

Share This