গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গর্বিত সন্তান, শহীদ নাজমুল এর কবর জিয়ারত ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
আজ মঙ্গলবার শহীদ নাজমুলের গ্রামের বাড়ি কামারপাড়া ইউনিয়নের নুরপুরে অবস্থিত কবরস্থানে এ জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার।
কবর জিয়ারতের পর শহীদের স্মরণে তাঁর জীবনীভিত্তিক নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার। শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।
এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন এবং তারা শহীদের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, শহীদ নাজমুল হক ছিলেন একজন সাহসী যোদ্ধা , যিনি দেশের ক্রান্তি লগ্নে আত্মত্যাগ করেছেন। তাঁর স্মৃতি রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগ কে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।