
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকালে সাদুল্লাপুর কে এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.শাহিনুল ইসলাম মন্ডল শাহীন , আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.সুরঞ্জিত , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরন দাস , পরিবার পরিকল্পনা অফিসার বাদশা আলম সরকার, প্রধান শিক্ষক মশিউর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম রাব্বানীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, গণমাধ্যমকর্মী ।
ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, 'টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সঠিক সময়ে টিকা নিলে এ রোগ থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব। সরকারের এই উদ্যোগ স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ।'
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল জানান, টাইফয়েড টিকাদান কর্মসূচির মাধ্যমে সাদুল্লাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে সব টিকাদান কেন্দ্র ও টিম প্রস্তুত রয়েছে এবং জনগণের সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।