সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় কর্মশালা

গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ পানি আইন ২০১৩ এবং পানি বিধিমালা ২০১৮ বাস্তবায়নে সাদুল্লাপুর “ উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি’র” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান । বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য ওয়ারপো পরিচালক (পরিকল্পনা) বদরুল হাসান লিটন। পানি আইন নীতি সম্পর্কিত আলোচনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর । অন্যান্যের মধ্যে কৃষি অফিসার মতিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরন দাস, সাদুল্লাপুর মহিলা কলেজের অধ্যাপক নেয়ামুল হাসান, সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম , সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক , পানি উন্নয়ন বোর্ড সাদুল্লাপুর নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা নিরাপদ খাবার ও ব্যবহারের পানির জন্য এবং পরিবেশ রক্ষায় নদী, খাল, জলাশয়, পুকুর রক্ষায় সকলকে এক যোগে কাজ করার কথা ব্যক্ত করেন।

Share This