গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে আদুরী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান , মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল আদুরী। এক পর্যায়ে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। পরে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন,“অসাবধানতার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শিশুটির অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।