সাদুল্লাপুরে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবকসহ আটক ৩
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধ্য ভাবে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করতে এসে এক রোহিঙ্গাসহ দুই সহযোগী গ্রেফতার। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ৯ এর এরিয়া নং- জিএ-৩ বালু খালি এলাকার মো. হোসেন ওরফে লালু মিয়ার ছেলে মো. নুরুল আমিন (২৪) তার সহযোগিরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজি তরফ কামাল গ্রামের আশরাফুজ্জামান সরকারের ছেলে তালেব সরকার (২৩) ও একই গ্রামের মৃত. রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে জীবন কৃষ্ণ দ্বীপদ উজ্বল (৩৪)।
তাদেরকে গ্রেফতারের বিষয়ে উপজেলা নির্বাচন কমিশনার আব্দুল মোমেন জানায়, রবিবার দুপুরে আবেদনপত্র যাচাই করতে গিয়ে সন্দেহ হলে রোহিঙ্গা নুরুল আমিন ও তার দুই সহযোগিকে অফিসে ডেকে নেয়। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় বাবা মায়ের সাথে নামের মিল না থাকায় ও চট্টগ্রামের আঞ্চলিক (ভাষায়) কথা বলায় রোহিঙ্গা হিসাবে সন্দেহ হওয়ায় থানা পুলিশকে খবর দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা নুরুল সত্যতা স্বীকার করেন। পরে আমি বাদী হয়ে আটককৃত ৩জনসহ অজ্ঞাত ২/৩জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছি।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন আহম্মেদ বলেন, উপজেলা নির্বাচন কমিশনার বাদী হয়ে একটি এজাহার দিলে এক রোহিঙ্গাসহ দুই সহযোগিকে গ্রেফতার করা হয়।