মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে দীর্ঘ দিনের ক্যানসার চৌমাথা যানজট। এ যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।
আজ সোমবার দুপুরে সাদুল্লাপুর (চৌমাথা) মেইন রোডে রাস্তার উপর মালামাল রাখা ও অবৈধ পার্কিং থাকায় এ অভিযান পরিচালনা করেন। এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে সাদুল্লাপুর উপজেলার চৌমাথার মোড়ে যানজট নিরসনে মাইকিংসহ জনসচেতনতার লক্ষ্যে ও বিভিন্ন যানবাহনের চালকদের যত্রতত্র যাত্রী উঠা-নামা, রাস্তার পাশে ফুটপাতে সবজি ফলসহ অন্যান্য দোকান সরানো নির্দেশ দেওয়া হয় এবং আইন অমান্যকারীদের জেল জরিমানাসহ বিভিন্ন বিষয়ে সাদুল্লাপুর চৌরাস্তার সব অলিগলি হ্যান্ড মাইকে বিশেষ প্রচার প্রচারনা করে উপজেলা যানজট নিরসন কমিটি। এরই পেক্ষিতে আজ শান্ত ট্রেডার্সের স্বত্তাধিকরী মো. মমিনের ৫ হাজার টাকা ও ফলের দোকানের মালিক রহিদুল ইসলামের ২ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিংয়ে থাকা ব্যাটারি চালিত অটো রিক্সা, ভ্যান ও সিএনজিসহ মোট ২১ টি যানবাহন আটক করা হয়। পরে তাদের প্রথম দিনে ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) দন্ডবিধি ১৮৬০ ধারার আইন বিস্তারিত বুঝিয়ে জরিমানা না করে (চালকগণ ভুল স্বীকার করায়) তাদের আটককৃত যানবাহনের চাবি ফেরত দেওয়া হয়। যানজট নিরসনে রাস্তার উপর অবৈধ দোকান, মালামাল ও গাড়ি পার্কিং না করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, জনসচেতনতা তৈরীর লক্ষ্যে প্রাথমিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে, যদি কেউ আইন অমান্য করে তাহলে পরবর্তীতে অভিযান জোরদার করা হবে।

Share This