সাদুল্লাপুরে শর্টপিচ টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে যুব সমাজের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি টেপটেনিস শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকালে ধাপেরহাটে ইউনিয়নের মধ্যনিজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। এ সময় উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক মো. তৌফিকুর রহমান, সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন, ধাপেরহাট ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শাহ মুশফিকুর রহমান সাগরসহ স্থানীয় দায়িত্বশীলগণ।