সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে শোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় উপজেলা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্রের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম ইসলাম, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক প্রমুখ।
এসময় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাও. মাহফুজার রহমান সুমন ।