মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সেচ্ছাসেবী সংগঠন গ্রীন বাংলাদশ ও মননশীল সংগঠন শেকড়ের আয়োজনে, আজ শনিবার বিকেলে উপজেলার ধাপেরহাট সদরপাড়ায় আমার ফুড কারখানা এলাকায় অসহায় ও দুঃস্থ ১৫০ জন নারী পুরুষের মাঝে এ সকল শীত বস্ত্র বিতরন করা হয়।
গাইবান্ধায় কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত শিরোনামে সংবাদ প্রচারের পর আনুষ্ঠানিক ভাবে শীত বস্ত্র বিতরণ শুরু করে সংগঠন গুলো। কনকনে হাড় কাপানো শীতে বয়োবৃদ্ধ নারী পুরুষেরা কম্বল পেয়ে মুখে খুশির ভাব দেখা যায়। এ ছাড়াও সংসারে বাড়তি আয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে কয়েকজন নারীর মাঝে ছাগল বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গ্রীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পলাশ মিয়া ও শেকড়ের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, সংগঠনের সদস্য মেহেদী, সাগরসহ অন্যান্য সদস্য।

Share This