বৃহস্পতিবার, ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় এনামুল হক (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তথ্য নিশ্চিত করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।

নিহত এনামুল হক  রংপুর জেলার মিঠুপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের জাদুরপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, এনামুল  মোটরসাইকেল চালিয়ে উপজেলার নলডাঙ্গা  বাজারের  দিকে যাচ্ছিলেন। মিয়ার বাজার এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়ে সাদুল্লাপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার  জানান , খবর পেয়ে ঘটনা স্থল থেকে

ঘাতক  চালক ও হেল্পারকে আটক করা হয়েছে।

Share This