সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে ৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ-সময় ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ রাসেল মিয়া (৩২) নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বসতবাড়ি থেকে ইয়াবাসহ রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল মিয়া গোবিন্দপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক মামুনুর রশিদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর গ্রামের রাসেলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ-সময় রাসেল মিয়ার বসতবাড়ি থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদক সহ এক জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share This