সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
দেশ মা ডেস্ক
সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা প্রদান করা হয়। এর অগে বৃহস্পতিবার বিজয়ী হওয়ার পর দেশে ফিরে আসা এই দলকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে বাফুফে ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিকেল ৪টায় ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৭টায় বাফুফে ভবনে পৌঁছান সাফজয়ী ফুটবলাররা। বাফুফে ভবনে তাদের ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাও।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবলারদের আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বিজয়ী দলের জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি নিজেই দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের চেক তুলে দেন, যা নারী ফুটবলারদের সাফল্য উদযাপনে এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
টানা দ্বিতীয়বার সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়ায় শনিবার অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিজয়ীদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সে অনুষ্ঠানের ফাঁকে নিজেদের সমস্যার কথাও জানিয়েছেন মেয়েরা। তবে এই সকল সমস্যার সমাধান করতে লিখিত বিবৃতি চেয়েছেন প্রধান উপদেষ্টা।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ দলের ২৩ ফুটবলার। তাদের সঙ্গে ছিলেন দলের ম্যানেজার মাহমুদা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলারও। প্রধান উপদেষ্টার সঙ্গে সকালের নাস্তা করার সঙ্গে নিজেদের নানা সমস্যা তুলে ধরেন খেলোয়াড়রা। সেই সমস্যা খুব শীগগিরই নিজ উদ্যোগে সমাধান করবেন বলে আশ্বাস দেন ইউনূস।
সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রধান উপদেষ্টার সঙ্গে খেলোয়াড়দের কী আলোচনা হয়েছে জানতে চাইলে বলেন, ‘আজকে সকালের নাস্তায় মাননীয় প্রধান উপদেষ্টা সাফ জয়ী নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্যার আজকে খুব ধৈর্য সহকারে নারী ফুটবল দলের প্রত্যেকের কথা শুনেছেন। তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন। এবং সেগুলোর বিষয়ে বিস্তারিত লিখিত দেওয়ার জন্য বলেছেন। এবং সেগুলো লিখিত পেলে আমরা যেন খুব দ্রুত ব্যবস্থা নিতে পারি। একই সঙ্গে প্রধান উপদেষ্টাকে নিজেদের স্বাক্ষর করা জার্সির সঙ্গে ফুটবলও উপহার দেন মেয়েরা। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আর নারী ফুটবল দলের ফুটবলাররাও স্যারকে প্রত্যেকের সাইন করা জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন। … তাদের সমস্যাগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে। সেগুলো সমাধানে স্যার ব্যক্তিগতভাবে এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলেছেন।
কোন ধরণের সমস্যা তুলে ধরা হয়েছে তা জানতে চাইলে আসিফ আরও বলেন, ‘আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামো সব কিছু নিয়েই কথা হয়েছে। খোলামেলা আলোচনা হয়েছে। এখানে এমন না যে কোনো কিছু আসেনি, সব কিছুই এসেছে। এই সবগুলোই আমরা এড্রেস করব এবং সেজন্য প্রত্যেককেই বলা হয়েছে আমাদের লিখিত দিতে দুই তিন দিনের মধ্যে। এবং সরাসরি আমি স্যারকে সেটা পৌঁছে দিব।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার, কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা অক্ষুণ্ণ রাখে বাংলাদেশ দল। শুক্রবার ঢাকায় ফেরার পর জমকালো সংবর্ধনা পান চ্যাম্পিয়নরা। যেখানে একটি ছাদখোলা বাসে শহরের চারপাশে ভ্রমণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদর দফতরে পৌঁছান মেয়েরা। যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তাদের অভ্যর্থনা জানান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকার চেক দেওয়া হয় তাদের। এছাড়া তাদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।