সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন শীর্ষক সেমিনার


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আজ বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে “সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার আব্দুল আওয়ালের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক সাজ্জাদুল ইসলাম।
সেমিনারে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগের সহকারী পরিচালক ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, সাংবাদিক শাহ্ আলম মন্ডল প্রমুখ।
সেমিনারে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম তুলেধরে মাঠ পর্যায়ে সফল বাস্তবায়নের কর্মকৌশল ও সঠিক প্রয়োগের দিকগুলো নিয়ে বক্তারা আলোচনা করেন।

 

Share This

COMMENTS