সুন্দরগঞ্জ বিজ শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
শহিদুল হক, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিজ শাখার সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় ১শ ৭০জন দুঃস্থ-অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস ( বিজ)।
আজ মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ বিজ শাখার অফিস প্রাঙ্গন থেকে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বিজ প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচী) শাহী মাছুমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ কৃষি অফিসার রাশিদুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার, টিম-১ (মাইক্রোফাইন্যান্স) মতিউর রহমান।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাইবান্ধা জোনের সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ প্রধান কার্যালয় ঢাকা শিক্ষা ও সামাজিক সুরক্ষা ডেপুটি ম্যানেজার কামরুজ্জামান, সুন্দরগঞ্জ বিজ’র শাখা ব্যবস্থাপক আজিজুল হক, বিজ শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলার বিজ শাখার সাব জোনাল ম্যানেজার তায়েজুল ইসলাম।
উল্লেখ্য, এলাকার অর্থ সামাজিক উন্নয়নে মাইক্রোফিনান্স কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও সামাজিক সুরক্ষা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।