সেতাবগঞ্জ কুরবানির গরু ছাগলের ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ হাট

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী গরু ছাগল ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ হাট। স্বাধীনতার আগে থেকেই এই হাটের নাম ডাক বগুড়া থেকে পঞ্চগর পর্যন্ত বিস্তৃত। আজও ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ হাট সু-নামে স্বগৌরবে ধরে রেখেছে তার ঐতিহ্য।
সপ্তাহে একদিন সোমবার ভোর থেকেই দূর-দূরান্ত থেকে গরু ছাগলের ব্যাপারী ও সাধারণ ক্রেতা বিক্রেতাদের উপস্থিতে সরগরম হয়ে উঠে হাটের অলিগলি। বিশাল বিশাল গরু, মহিষ আর ছাগলে ভরে যায় হাট চত্ত্বর।
সেতাবগঞ্জ গরু হাটের ইজারাদার মো. জাকিউর রহমান জাকির এর নিজ তত্বাবধানে পরিচালিত হয় সকল কার্যক্রম। গরু, মহিষ ও ছাগল বিক্রেতাদের জন্য রয়েছে নিরাপদ আবাসন ব্যবস্থা। যে কোন গরুর ব্যবসায়ী ইচ্ছে করলেই তাদের গরু মহিষ নিরাপদে রেখে রাত্রী যাপন করতে পারবে হাট ব্যবস্থাপনা কমিটির সহযোগীতায়।
সেতাবগঞ্জের বিশাল গরুর হাটে আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে হাট পরিচালনা কমিটি। এর মধ্যে নকল বা জাল টাকা সনাক্তের বুথ, গরুর ব্যাপারীদের নিরাপদে রাত্রী যাপন, ক্রেতাদের স্বাচ্ছ্বন্দে পশুক্রয়ের ব্যবস্থা। সপ্তাহের সোমবার সকাল থেকে রাত্রী পর্যন্ত চলে এই গরুর হাট।
আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে হাট পরিচালনা কমিটি একাধিক নিরাপত্তা বেষ্টনী চালু করেছে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে।