সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেতাবগঞ্জ চিনিকল চালুর দাবিতে মানবন্ধন ও সমাবেশ


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল সহ রাষ্ট্রীয় ৬টি চিনিকল বন্ধের ৪ বছর পরও চালু না হওয়ার প্রতিবাদ ও সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চিনিকল পূনঃচালনা আন্দোলন পরিষদ।
আজ রবিবার বিকাল ৩টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লিমন খন্দকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সফিকুল আলম, নওশাদ আলী, এম ওয়ালী ফ্লাড, জামায়াত নেতা কাজী নুর আলম, ছাত্রনেতা ফয়সাল মোস্তাক, ফাহাদ চৌধুরী, চিনিকল পূনঃচালনা আন্দোলন পরিষদ আহবায়ক বদরুদ্দোহা বাপনসহ অনেকে। বক্তারা বলেন, সেতাবগঞ্জ চিনিকলটি আবারও চালু হোক এটি বোচাগঞ্জ উপজেলাবাসীর প্রাণের দাবি। এই চিনিকলটি আমাদের মা তাই আমাদের মাকে রক্ষা করতে যতক্ষন বুকে রক্ত আছে ততক্ষন আমরা আন্দোলন করে যাব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
উল্লেখ্য, উপমহাদেশের বৃহত্তর এ ভারী শিল্পটি আওয়ামী সরকারের ভুল সিদ্ধান্তে বন্ধ ঘোষণা করে বিদেশ থেকে চিনি আমদানি করে। এতে এক দিকে যেমন হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যায় অন্যদিকে দেশীয় শিল্প ধ্বংস হয়ে পরনির্ভরশীল হয়ে পড়ে। সম্প্রতি শিল্প উপদেষ্টা সেতাবগঞ্জ চিনিকলটি পরিদর্শনে এলে এর চাকুরীচ্যুত কর্মীরা আশায় বুক বাঁধেন। তাদের দাবি, দেশের স্বার্থে অতি দ্রুত চালু হোক সেতাবগঞ্জ চিনিকল।

Share This