সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেসের দাফন সম্পন্ন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও পাক্ষিক তুলাই’র সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুল ওয়ারেস (৭২) এর দাফন সম্পন্ন হয়েছে।
গত শনিবার রাত সোয়া ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার দুপুর আড়াইটায় মরহুমের নামাজের জানাজা ধনতলাস্থ ঝাড়বাড়ির নিজ বাড়ির পাশে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঝাড়বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।