মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর সৈয়দপুরে শোভাযাত্রা, আলোচনাসভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে দিবস উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের কাপ-আপ প্রকল্পের কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী। পরে, দুপুর ১২টায় পৌরশহরের কয়া মিস্ত্রিপাড়া এলাকায় কাপ-আপ প্রকল্পের শিখন কেন্দ্র আশার আলো ডাম ইউসিএলসিতে দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের আশার আলো ডাম ইউসিএলসির সিএমসি সভাপতি মো. শাকিলের সভাপতিত্বে ও টেকনিকাল অফিসার জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ফিল্ডের ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সিএমসি সদস্য ওয়াজিউল্লাহ রেজুয়ান ও চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী দপ্তরের হিসাব সহকারী ওমর ফারুক।
সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও শ্রুতিলিখন প্রতিযোগিতায় প্রকল্পের আশার আলো ডাম ইউসিএলসি ও আমেরিকান ক্যাম্প ডাম সিএলসির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে, প্রকল্পের শিক্ষার্থীদের স্বরচিত ছড়া, কবিতা, গল্প, কৌতুক ও চিত্রশিল্প সম্বলিত সাহিত্য পত্রিকা “আলো”র মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটোয়ারী, টেকনিকাল অফিসার বিল্লাল হোসাইন, সুপারভাইজার মৃত্যুঞ্জিত কুমার, প্রকল্পের শিক্ষক আনজুম আরা শান্তা, খুশ রওনক, মারুফা আক্তার, মৌসুমী আক্তার ও নিপা প্রমুখ।

Share This