সৈয়দপুরে কাপ-আপ প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের আওতায় কাপ-আপ প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী।
সভার শুরুতে প্রকল্পের ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহ ঢাকা আহ্ছানিয়া মিশনের কার্যক্রমসহ সংস্থার এডুকেশন সেক্টরের আওতায় “কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন” এর অর্থায়নে সৈয়দপুর পৌরশহরে পরিচালিত কাপ-আপ প্রকল্পের ২০২৪ সালের অগ্রগতি ও আগামীর পরিকল্পনার পাওয়ার প্লান প্রতিবেদন উপস্থাপন করেন।
কাপ-আপ প্রকল্পের মনিটরিং অফিসার নূরে আলম সিদ্দিকীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন ও কাপ-আপ প্রকল্পের রসুল ডাম সিএলসি’র সিএমসি সভাপতি মো. শাহাজাদা।
অগ্রগতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী বলেন, ‘উপজেলার অনেক শিক্ষার্থী ঝরে পড়ার পর ঢাকা আহ্ছানিয়া মিশনের সহায়তা আবার শিক্ষাজীবনে ফিরে আসে। আবার তারা পুনরায় লেখাপড়া শুরু করেছে। তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। এটি একটি ভালো লক্ষণ। আমাদের সমাজে যারা ঝরে পড়ে বা বিভিন্ন কারণে বঞ্চিত থাকে, এই বঞ্চিতদের যেভাবেই হোক ওঠিয়ে নিয়ে আসতে হবে। আর তাদের ওঠিয়ে আসার কাজটি সরকার সবসময়ই করে থাকে। আমাদের সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও বা প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে। তারা সরকারের শেয়ারহোল্ডার হয়ে এবং একই সাথে জনগণের পার্টনারশীপের মত করে কাজ করে। এমন কাজের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জানাতে হয়।’
অগ্রগতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মো. রাশেদুজ্জামান, মুসলিম এইড বাংলাদেশের মনিটরিং অফিসার সাদেকুল বারী, প্রকল্পের টেকনিকাল অফিসার জয়নাল আবেদীন ও বিল্লাল হোসাইন, সদস্য সানজিদা, বিন্দিয়া, শিক্ষক মুমনুন, জান্নাতুল ফেরদৌস, রোমানা ইয়াসমিন, নাজমা খাতুন, রিমা খাতুন ও রুনি আক্তার প্রমুখ।