সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত


সৈয়দপুর প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শামসুল হক (৬৫) নামের এক প্লাইউড কারখানার শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শামসুল হক সৈয়দপুর শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন এই তথ্য নিশ্চিত করে বলেন, শামসুল হক রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ওই এলাকার এক প্লাইউড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
এ সময় একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং তাঁর সাইকেলটি দুমরে-মুচড়ে যায়। এতেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তার লাশ বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share This

COMMENTS