মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বালুবাড়িস্থ পল্লীশ্রী মিলনায়তনে সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর অঞ্চলের বার্ষিক মিলনমেলা ও বার্ষিক সাধারণ সভা নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অবসরপ্রাপ্ত ডিজিএম ও সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা কল্যান সমিতি দিনাজপুর অঞ্চলের সভাপতি মো. আল মামুন মনসুর আলম এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন পেশ করেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আফজালুর রহমান। এছাড়া তিনি গঠনতন্ত্রের সংশোধনী উত্থাপন করলে উপস্থিত সমিতির সদস্যরা হাত তুলে তার অনুমোদন প্রদান করেন। সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ এর প্রাণবন্ত সঞ্চালনায় সাংগঠনিক বিষয় আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত ডিজিএম ও সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা কল্যান সমিতি দিনাজপুর অঞ্চলের সভাপতি মো. আল মামুন মনসুর আলম তার বক্তব্যে বলেন, অবিলম্বে সিপিএফ ভুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের অবসরত্তোর চিকিৎসা ভাতা ও বোনাস চালু করতে হবে। তিনি আরোও বলেন, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মেডিকেল ভাতা পঁচিশ শত টাকা পেয়ে আসছে। বর্তমানে বয়স বৃদ্ধির কারণে চিকিৎসা খরচ বেড়ে যাওয়াতে নূন্যতম পাঁচ হাজার টাকা মেডিকেল ভাতা প্রদান করার জন্য এই সভা থেকে আমরা জোর দাবী জানাচ্ছি। এছাড়া অবসরপ্রাপ্ত সোনলী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের এবং তাদের পরিবারের সদস্যদের বিনোদনের জন্য আগামী ৮ ফেব্রুয়ারী শনিবার রামসাগরে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করতে অনুরোধ করছি।

Share This