শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্পন্দন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সামাজিক-সাংস্কৃতিক ও শিশু সংগঠন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার অংশ হিসেবে বুধবার শহরের ভিএইড রোডের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শিশু-কিশোরদের ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন কবি-সাংবাদিক-আবৃত্তিকার অমিতাভ দাশ হিমুন, কবি সাংবাদিক রজতকান্তি বর্মন ও নৃত্য প্রশিক্ষক- শিক্ষক স্বপন কুমার সাহা। প্রতিযোগিতায় ৫০ জন শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সম্পাদক সাংবাদিক উত্তম সরকার। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন, সংগীত, নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী ৬ জানুয়ারি স্থানীয় পৌরপার্কের শহীদ মিনার চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।

Share This

COMMENTS