রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে ফুলবাড়ীর হাসপাতালে যুবদল নেতার খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেছেন পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল।
আজ বুধবার বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের খোজখবর নিয়ে তাদের মাঝে ইফতার বিতরণ করেন । এসময় তার সাথে ছিলেন তার ছেলেসহ বিএনপির বিভিন্ন অঙ্গযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল বলেন, হাসপাতালে অসুস্থ্য হয়ে যারা দিনযাপন করেন তাদের খোঁজ কেউ রাখেনা। একজন মানুষ অসুস্থ্য হলে যে তার কতটা অসহায়ত্ববোধ হয় তা একমাত্র তিনিই উপলবদ্ধি করেন। তাছাড়া প্রতিটি রোগীর সাথে প্রায় একজন করে স্বজনকে থাকতে হয় সেখানে। সরকারীভাবে রোগীদের খাবার দেয়া হলেও তারা খাবার পায় না। তাই হাসপাতালের এসব মানুষের কথা ভেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

Share This