দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর হলিল্যান্ড কলেজে স্কলারসিপের মাধ্যমে ৭০ জন মেধাবী ছাত্র/ছাত্রী ফ্রিতে কলেজে অধ্যয়নের সুযোগ পাবে।
আজ সোমবার দিনাজপুর হলিল্যান্ড কলেজে স্কলারশিপ পরীক্ষা বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের (দিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, বিরল, বীরগঞ্জ, সেতাবগঞ্জ, কাহারোল ও সদর উপজেলা ব্যতিত) দিনাজপুরের অন্যান্য উপজেলা ও অন্যান্য জেলার স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার (১৯ আগষ্ট ২০২৫) ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, বিরল, বীরগঞ্জ, সেতাবগঞ্জ, কাহারোল ও সদর উপজেলার উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। স্কলারশিপ পরীক্ষায় ও সাক্ষাৎকারে উত্তীর্ণ মেধাবী ৭০ জন শিক্ষার্থী হলিল্যান্ড কলেজে স্কলারশিপের মাধ্যমে ফ্রিতে অধ্যয়নের সুযোগ পাবে। এতে প্রায় ৩ শতাধিক মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, প্রতিবছরই সৌদি সরকার বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে।
হলিল্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান জানান, অত্র কলেজের প্রত্যেক শিক্ষার্থী আমাদের কাছে সন্তানসম ও সমগুরুত্বপূর্ণ। তাই সন্তানকে ঘিরে অভিভাবকগণের স্বপ্নপূরণই আমাদের স্বপ্ন ও অভীষ্ট লক্ষ্য। এখানে শিক্ষক-শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত শিক্ষা-পরিবেশ জ্ঞানচর্চার এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে অসংখ্য কৃতী শিক্ষার্থীর জন্ম দিয়েছে। ফলে, প্রতি বছরই এ কলেজের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে।
হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক সালাহ্উদ্দিন খোকন জানান, প্রতিবছরই হলি ল্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। এ বছরও ৭০ জন মেধাবী শিক্ষার্থী ফ্রিতে কলেজে অধ্যয়নের সুযোগ পাবে।