হিলি (দিনাজপুর) প্রতিনিধি
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রকিব উদ্দীন মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমেদ আহসান হাবীব, উপজেলা দূর্নীতি দমন কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন সহ অনেকে। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করেন।