শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাকিমপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম, সম্পাদক মিলন

হিলি প্রতিনিধি
দিনব্যাপী গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নং আলিহাট ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে হরিহরপুর বাজারে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. সাদ্দাম হোসেন সভাপতি, সাধারণ সম্পাদক শ্রী মিলন সাহা ও সাংগঠনিক সম্পাদক মো. কাউসার রহমান নির্বাচিত হয়। পরবর্তীতে পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হবে।
দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এসএম রেজা বিপুল, শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন লেবু, সাবেক ছাত্রদলের সভাপতি মো. নিজাম উদ্দিন, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন সদস্য সচিব সোহেল হোসেন, যুব নেতা ও আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনিরুজ্জামান সম্পাদক মো. স্বপন স্বেচ্ছাসেবক দলের মিন্নুর সজল, আসমান আলী বাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তৃতারা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, বর্তমানে আমরা কঠিন এক সময় অতিক্রম করতেছি। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় যে কোন প্রোগ্রাম সফল করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর হাতকে শক্তিশালী করতে আজকের নবনির্বাচিত স্বেচ্ছাসেবক দলের সদস্যদের সাহসী ভূমিকা পালন করার আহবান জানান।

Share This