হাকিমপুরে ইউপি চেয়ারম্যান সুফিয়ান গ্রেপ্তার
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩নম্বর আলীহাট ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি আলীহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলা আলীহাট ইউনিয়নের কাশিয়াডাংগা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি আবু সুফিয়ান কাশিয়াডাংগা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা।
হাকিমপুর থানার (ওসি) সুজন মিঞা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রুজ্জুকৃত মামলায় ৭ নম্বর আসামি আবু সুফিয়ানকে গতকাল রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আলীহাট ইউনিয়ন চেয়ারম্যান এবং ঐ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আজ দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।