
হিলি প্রতিনিধি
২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচর আওতায় সরিষা, সূর্যমুখী (হাইব্রিড), গম ও শীতকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ১ হাজার ৪'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ।
উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী হাইব্রিড, গম ও শীতকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ৪'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শষ্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।